Apan Desh | আপন দেশ

কর্মজীবীরা ঢাকায় ফিরছেন, অনেকে বাড়ি যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ৩ এপ্রিল ২০২৫

কর্মজীবীরা ঢাকায় ফিরছেন, অনেকে বাড়ি যাচ্ছেন

কমলাপুর রেলওয়ে স্টেশন

তিন দিন আগে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ফিরছেন মানুষ। আবার অনেকেই বাড়িতে যাচ্ছেন, যারা ঈদের সময় ছুটি পাননি কিম্বা যেতে পারেননি। এখন তারা বাড়িতে যাচ্ছেন। ফলে ঢাকার কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকা ছাড়া মানুষের সংখ্যেই তুলনামুলক বেশি। প্ল্যাটফর্মজুড়ে মানুষের গমগমে উপস্থিতি। অনেকে অপেক্ষায় তাদের নির্ধারিত ট্রেনে ওঠার জন্য। কেউ আবার টিকিট সংগ্রহে ব্যস্ত।

রেলওয়ের তথ্য সেবা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ১২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। যাত্রীদের চাপ থাকলেও ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে বলে তারা জানান। তবে সকাল থেকে ঢাকায় আসা ট্রেনের সঠিক সংখ্যা তখনও জানা যায়নি।

রেলওয়ের কর্মকর্তারা বলেন, ঈদে ঢাকায় ফিরতি যাত্রার অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। ফলে টিকিট নিয়ে ঝামেলা নেই। সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ও পৌঁছাচ্ছে। ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া থাকায় স্টেশনে যাত্রীদের চাপ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

স্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে ঈদের ছুটিতে কাজের ব্যস্ততার কারণে বাড়ি যেতে পারেননি। তারা এখন সামান্য ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ছুটছেন গ্রামের উদ্দেশে।

জাহাঙ্গীর নামে এক যাত্রী বলেন, ঈদের সময় টিকিট না পেয়ে বাড়ি যেতে পারিনি, তাই এখন দুই দিনের ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।

আরাফাত নামে আরেক যাত্রী বলেন, ঈদে আমাদের ব্যস্ত সময় যায়, তখন ঢাকায় থাকা লাগে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি।

এদিকে ছুটি শেষে যারা কর্মস্থলে ফিরছেন তারা জানান, ফিরতে কোনও সমস্যা হয়নি। তবে ট্রেন পূর্ণ ছিল যাত্রীতে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়