
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইয়ং জেন ফোরামে বক্তব্যে দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করেন তিনি। তার বক্তব্যের শিরোনাম হবে ‘ফিউচার রেডি বিমসটেক: প্রো বিমসটেকের পথে তরুণ প্রজন্মের ভূমিকা’।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রধান উপদেষ্টার মুহাম্মদ ইউনূসের বক্তব্য সরাসরি সম্প্রচার করছে।
এর আগে বিমসটেকের সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে পৌঁছান। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
তার আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে তিনি রওয়ানা হন।
এদিন সকালে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।
এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
বিমসটেক সম্মেলনের তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। এ সম্মেলন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।