Apan Desh | আপন দেশ

ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪৬, ৩ এপ্রিল ২০২৫

ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার করা। সত্য প্রচারের মধ্যদিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোর এর জবাব দিতে হবে। এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর সদরদফতরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পার্বত্য চট্টগ্রামের সব সহিংসতার মূল কারণ চাঁদাবাজিএ দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। কোট-স্যুট পরা লোকরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোনো অবস্থায়ই এসব চাঁদাবাজি-সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোর হাতে এদের দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান, বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোনে ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস্ অধিদফতরেরর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেল কামাল, পিলখানা ঢাকার ব্যুরো চীফ অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বারাষ্ট্র মন্ত্রষালয়ের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুর ইসলাম,  পূর্ত বিভাগের উপ-মহাপচিালক কর্ণেল সোহেল আহমেদ, সংগঠন ও ব্যবস্থাপনার জি পরিচালক লে.কর্ণেল মো. বাতিফ সিদ্দিকী, ডিজি বিজিবি’র পিএস টু লে. কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুফী, এনএসআই’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়