Apan Desh | আপন দেশ

চিকিৎসা নিয়ে দেশে ফিরল  গণঅভ্যুত্থানে আহত শিশু মুসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৪, ৪ এপ্রিল ২০২৫

চিকিৎসা নিয়ে দেশে ফিরল  গণঅভ্যুত্থানে আহত শিশু মুসা

শিশু বাসিত খান মুসা

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিল সাত বছরের শিশু বাসিত খান মুসা। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছে শিশু মুসা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়।

গত বছরের ১৯ জুলাই মেরাদিয়া হাট এলাকায় তার বাসার নিচে দাদী মায়া ইসলামসহ আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হন শিশু মুসা। ওই ঘটনার পর দিন মুসার দাদী মায়া ইসলাম মৃত্যুবরণ করেন। মুসার মাথার একপাশ দিয়ে গুলি প্রবেশ করে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার পর, ২৬ আগস্ট তাকে স্থানান্তরিত করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

পরে, সরকারের সিদ্ধান্তে সরকারি-বেসরকারি সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর সিঙ্গাপুর পাঠানো হয় মুসাকে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি বৃহস্পতিবার দেশে ফিরেছেন। 

মুসা মুস্তাফিজুর রহমান ও নিশামনি দম্পতির একমাত্র সন্তান। তার বাবা-মা মালিবাগে একটি ইলেকট্রনিক পণ্যের দোকান পরিচালনা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়