Apan Desh | আপন দেশ

সংখ্যালঘু নির্যাতন নিয়ে মোদীকে বাস্তবতা যাচাইয়ের আহবান ড. ইউনূসের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৪ এপ্রিল ২০২৫

সংখ্যালঘু নির্যাতন নিয়ে মোদীকে বাস্তবতা যাচাইয়ের আহবান ড. ইউনূসের

ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চরমপন্থার উত্থান নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারণার বিপরীতে বাস্তবতা যাচাইয়ের আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এ আহবান জানান তিনি।

শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় এ বৈঠক করেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে আলোচনায় ‘চরমপন্থা’র উত্থান এবং ‘সংখ্যালঘুদের ওপর নির্যাতনের’ প্রসঙ্গ উঠে আসে। তখন প্রধান উপদেষ্টা ভারতীয় পক্ষকে সোশ্যাল মিডিয়ার প্রচারণার বিপরীতে বাস্তবতা যাচাইয়ের আহবান জানান।

আরওপড়ুন<<>>বাংলাদেশের সঙ্গে ইতিবাচক-গঠনমূলক সম্পর্ক চায় ভারত

তিনি সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু অবস্থান নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো। এ সময় প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে ২০১৫ সালে ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের একটি ছবিও উপহার দেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়