
শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার (গ৫ এপ্রিল) দেয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এ দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়া তার কাজের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সবসময় সম্মান ও মর্যাদা দিয়ে আসছি বলেও জানান প্রেস সচিব।
আরওপড়ুন<<>>যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
শফিকুল আলম পোস্টে আরও লেখেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা ‘শতাব্দীর সেরা বিচার’ প্রত্যক্ষ করব।
পোস্টে তিনি লিখেন, এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বারবার বলেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়!!!
অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই। তবে সে টি হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।