Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে রফতানি আরও বাড়বে: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৫ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে রফতানি আরও বাড়বে: শফিকুল আলম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কমবে না, বরং আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, আশা করি আমাদের রেসপন্স ইতিবাচক হবে। এখন যা রফতানি হচ্ছে, এর থেকে আরও বাড়বে এবং সেভাবেই পদক্ষেপ নেয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ রফতানি করে এমন সব দেশেই রফতানি বাড়বে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরওপড়ুন<<>>শেখ হাসিনা ইস্যুতে মোদির মনোভাব কেমন ছিল জানাল প্রেস সচিব

এ বিষয়ে শফিকুল আলম বলেন, সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বড় ব্যবসায়ীদের সঙ্গে বসেছিল। তাদের তিনঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে রফতানিকারকদের বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব, এনবিআর চেয়ারম্যানসহ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়