
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগে মুখে ফেনা তুলে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। অথচ তারা নিজেরা প্রতিনিয়ত সেখানে মুসলিমদের অধিকার খর্ব করে চলেছে। সবশেষ মুসলমানবিরোধী নতুন আইন পাশ করেছে নরেন্দ্র মোদির সরকার। ভারতে মুসলমানবিরোধী নতুন পদক্ষেপের সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (০৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান।
পোস্টে আসিফ নজরুল বলেন, নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে।
আরওপড়ুন<<>>আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ আইন ব্যবহার করে ভারত সরকার মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি, বিশেষ করে পুরোনো মসজিদগুলো বাজেয়াপ্ত করতে পারে।
আইন উপদেষ্টা আরও অভিযোগ করেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এ প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
তিনি বলেন, এ আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে বলে বলে আসিফ নজরুল তার পেজে লিখেছেন।
বিষয়টিকে পরিতাপের আখ্যা দিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।