Apan Desh | আপন দেশ

ফিলিস্তিন হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘না’র আওয়াজ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩২, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিন হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘না’র আওয়াজ

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। রাস্তায় নেমে, সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ও বয়কট আন্দোলনে অংশ নিয়ে মানুষ জানিয়ে দিচ্ছে— এ বর্বরতা আর চলতে দেয়া যায় না।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মরক্কো, তুরস্ক, বাংলাদেশসহ বহু দেশে সাধারণ মানুষ, অধিকারকর্মী ও ছাত্ররা বিক্ষোভ করছে গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়াতে। ‘ফ্রি ফিলিস্তিন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘নো জাস্টিস, নো পিস’— এমন অসংখ্য প্ল্যাকার্ড হাতে নিয়ে মানবতার পক্ষে কথা বলছে পৃথিবীর বিবেকবান মানুষ।

গাজায় ইসরায়েলের চলমান নৃশংস হামলা বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রো-প্যালেস্টাইন শিক্ষার্থী ও কর্মীরা। হাজার হাজার মানুষ রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে অংশ নেন। এ বিক্ষোভে অংশ নেয় দেশজুড়ে ৩০০-রও বেশি সংগঠন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি শান্তিকামী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তুরস্কের আঙ্কারাসহ বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতা করা হয়েছে।

আরও পড়ুন>>>গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল মরক্কো

ঢাকায় বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্সের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফ্রান্সিস ফরিদ বলেন, গাজায় যা হচ্ছে তা সরাসরি যুদ্ধাপরাধ। মরক্কোতে রাবাতে এক লক্ষেরও বেশি মানুষ গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।

এদিকে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সারা দেশে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে। সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ।

আরও পড়ুন>>>দেশজুড়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে

ময়মনসিংহ
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ। এ সময় ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর সবকটি রাজপথ।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ পালন করেন নগরীর বিভিন্ন স্কুল, কলেজসহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও বিভিন্ন ধর্মীয় সংগঠন।  

শরীয়তপুর
দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেলা ১১টার দিকে শহরের উত্তর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আলী কাশেমীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা সাব্বির আহমেদ।

নড়াইল
গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চ এলাকা থেকে শুরু করে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। 

বাগেরহাট 
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাট। বেলা ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন>>>গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই, নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই’ ইত্যাদি স্লোগান দেন।

জয়পুরহাট
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

জয়পুরহাট জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ইউ হু আই হু, প্যালেস্টাইন প্যালেস্টাইন, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই,  জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইজরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

কুষ্টিয়া
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি এনএস রোডের কুষ্টিয়া ইসলামিয়া কলেজে সামনে থেকে শুরু হয়ে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। এরপর তারা সেখানে অবস্থান করেন এবং বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। 

আরও পড়ুন>>>গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিটার

বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বানও জানিয়েছেন তারা।

নওগাঁ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইজরায়েল কর্তৃক গণহত্যা এবং বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন নওগাঁ সরকারি কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শহিদ ফাহমিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সংহতি জানিয়ে অনেক বিভাগের শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দুই হাজারের বেশি লোক অংশ নেয়। 

গাইবান্ধা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বরতা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদ এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের প্রতি সমর্থন জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সকালে গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনার চত্বর থেকে সর্বস্তরের মুসলিম উম্মাহর ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যোগ দেন। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’কর্মসূচির  অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেখপাড়া বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

লক্ষ্মীপুর 
গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংস গণহত্যাসহ বর্বরোচিত হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে নেতানিয়াহুর কুশপুতুল দাহ করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় বিক্ষুব্ধ মুসল্লিরা কুশপুতুল বানিয়ে আগুন দেয়।

নিটার
গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে নিটার ক্যাম্পাস। সোমবার দুপুর সাড়ে ১২টায় ‘ইয়ার্ন শেড’ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে। ইসরায়েলি দখলদারিত্ব, বর্বরতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ—“আল্লাহু আকবার”, “ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি!”

নেতৃত্ব দেন নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা। তার সঙ্গে ছিলেন শিক্ষক, বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বায়তুল মোকাররম
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম হামলা ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সোমবার বাদ জোহর বায়তুল মোকাররমে মুসল্লিরা সমবেত হন। তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে মসজিদের উত্তর পাদদেশ উত্তাল করে তোলেন।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। নামাজ শেষে মুসল্লিরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা স্লোগান দেন, “ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও” এবং “ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।”

এদিন বায়তুল মোকাররমে নামাজে অংশ নিতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি মুসল্লি উপস্থিত ছিলেন, অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়