
সংগৃহীত ছবি
বাংলাদেশের উপর নতুন করে বাণিজ্য শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ শুল্ক আরোপ প্রস্তাব পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
চিঠিতে তিনি আগামী তিন মাসের জন্য ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করেছেন। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে।
সোমবার (০৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার তরফ থেকে মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ট্রাম্পের প্রশাসনের বাণিজ্যনীতি সমর্থনে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসি সফর করে মার্কিন রফতানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। যা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে প্রথম দেশের মর্যাদা দেয়।
বাংলাদেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছে। আরও সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের ১৭ কোটি জনসংখ্যার বাজারে মার্কিন কৃষিপণ্য— যেমন তুলা, গম, ভুট্টা ও সয়াবিন— রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। যা যুক্তরাষ্ট্রের কৃষকদের আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন তুলার জন্য বাংলাদেশে একটি ডিউটি-ফ্রি বন্ডেড ওয়্যারহাউজ চালুর কাজও প্রায় শেষ।
দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সর্বনিম্ন শুল্ক আরোপকারী দেশ বাংলাদেশ এমন দাবি করে বলা হয়, উল্লেখযোগ্য কিছু মার্কিন রপ্তানি পণ্যের শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে। এসবের মধ্যে রয়েছে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জাম।
বাংলাদেশ সরকার বিভিন্ন অ-শুল্ক বাধাও দূর করছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে পরীক্ষার বাধ্যবাধকতা, প্যাকেজিং ও লেবেলিংয়ের নিয়ম সরলীকরণ ও কাস্টমস পদ্ধতি সহজীকরণ।
চিঠিতে আরও জানানো হয়, বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ অগ্রগতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অ্যাডভান্সড টেকনোলজি, সিভিল এভিয়েশন, প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারবে।
সবশেষে চিঠিতে ড. ইউনূস ট্রাম্পকে আশ্বস্ত করেন, এ উদ্যোগগুলোর বাস্তবায়ন চলতি ত্রৈমাসিকের মধ্যেই সম্পন্ন করা হবে। তাই এই গুরুত্বপূর্ণ কাজগুলো যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন মাসের জন্য বাংলাদেশি পণ্যের ওপর প্রস্তাবিত শুল্ক আরোপ স্থগিত রাখার অনুরোধ জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।