Apan Desh | আপন দেশ

এবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:২২, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:২৭, ৭ এপ্রিল ২০২৫

এবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক

মিজানুর রহমান আজহারি, শায়খ আহমাদুল্লাহ, মাহমুদউল্লাহ রিয়াদ।

ফিলিস্তিনে নির্বিচারে, পাখির মতোই তো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

ভিডিও বার্তায় আজহারি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। 

তিনি বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এ মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। 

আজহারি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি। 

আরও পড়ুন>>>ফিলিস্তিন হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘না’র আওয়াজ

অন্যদিকে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শতাব্দির এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব।

তিনি বলেন, মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সকলকে আমি এ গণজমায়েতে অংশ নেয়ার আহবান জানাচ্ছি।

আরও পড়ুন>>>ফিলিস্তিনের গ্রামে ঘর বানাচ্ছে ইসরাইলিরা

এদিকে গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলার প্রতিবাদে সরব হচ্ছেন বাংলাদেশি ক্রীড়াঙ্গনের তারকারাও। ইতিমধ্যে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদসহ একাধিক ক্রিকেটার ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজে সরাসরি অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।

এক ভিডিও বার্তায় মাহমুদ উল্লাহ বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়