Apan Desh | আপন দেশ

ইসরায়েলি পণ্য বর্জনের আহবান ইলিয়াস কাঞ্চনের

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:৩১, ৭ এপ্রিল ২০২৫

ইসরায়েলি পণ্য বর্জনের আহবান ইলিয়াস কাঞ্চনের

ছবি: আপন দেশ

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা।

সোমবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণশক্তি সভা আয়োজিত এ কর্মসূচিতে ইলিয়াস কাঞ্চন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি বলেন, গাজায় যে নৃশংসতা চলছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের হতাশ করেছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, ওআইসি ঘুমিয়ে আছে। এখন সময় এসেছে মুসলিম বিশ্বের এক হওয়ার এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়ার। ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। গাজার জয় হবেই হবে।

তিনি জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থাকে দ্রুত যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে ও গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যারা ফিলিস্তিনের পক্ষে, তারা আর দেরি না করে আজ থেকেই ইসরায়েলি পণ্য বর্জন শুরু করি। এটাই হবে আমাদের বাস্তব প্রতিবাদ।

সমাবেশে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, আমি রাজপথে নেমেছি, থাকব। শিক্ষার্থীরা যখনই ডাকবে, তাদের পাশে পাবেন আমাকে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক উপমন্ত্রী রফিকুল হক হাফিজ, নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব গনি মিয়া বাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন নিসচার সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়