
কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
ফিলিস্তিন ইস্যুতে সমর্থনের নামে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনার কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেছেন, লুটপাট কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। যারা দেশের ভালো চায় না, তারাই এ কাজ করেছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভের সময় কিছু স্থানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ মুহূর্তে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে। এরকম সময় বিদেশি বিনিয়োগকারীদের সামনে এমন সহিংস ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, কারা এসব করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নির্বাচনী বিষয়েও আলোচনা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাদের দায়িত্ব শেষ করে যথাসময়ে নির্বাচন দেয়াই অঙ্গীকার। আলোচনায় নির্বাচন নিয়ে জানতে চাওয়া স্বাভাবিক। তবে এতে কোনো চাপের বিষয় নেই।
রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম তৌহিদ হোসেন বলেন, থাইল্যান্ডে এক বৈঠকে মিয়ানমার সরকার বলেছে, এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। তবে বাস্তবতা হলো, এ মুহূর্তে প্রত্যাবাসন সম্ভব নয়। মিয়ানমার আরও তালিকা পর্যালোচনা করছে।
উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মধ্যেই রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।