Apan Desh | আপন দেশ

তাপসের খোঁজ দিল হারুন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:০২, ৯ এপ্রিল ২০২৫

তাপসের খোঁজ দিল হারুন

শেখ ফজলে নূর তাপস ও হারুন।

শেখ ফজলে নূর তাপস। তিনি কোথায় আছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চরম জল্পনা চলছে। কিছুদিন ধরে বিভিন্ন সূত্র থেকে তার অবস্থান সম্পর্কে নানা গুঞ্জন ছড়ালেও এবার সাবেক ডিবি প্রধান হারুনের একটি ফোনালাপে জানা গেছে তার অবস্থান।তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

সরকারের পতনের পর অনেকেই আত্মগোপন করেছেন। কিছুদিন আগে বেশ কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশই দেশ ছাড়তে সক্ষম হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল তাপস।

ডিবি পুলিশের হারুনের একটি কল রেকর্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে। যেখানে হারুনে বলেছেন, তাপস বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। যদিও এ নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাপসের বিরুদ্ধে আগে থেকেই নানা বিতর্ক রয়েছে। ১৫ বছর আগে পিলখানা বিদ্রোহে রাজনীতিবিদদের দায়ী করার অভিযোগ তোলা হয়েছিল মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদের পক্ষ থেকে। এছাড়া, ২০২৩ সালে তিনি ১০০ কোটি টাকার মানহানি মামলাও করেছিলেন। এর পাশাপাশি, গাছ কাটা ও বেওয়ারিশ কুকুর অপসারণের পরিকল্পনা নিয়ে তাকে ব্যাপক সমালোচনার শিকার হতে হয়েছে।

এছাড়া, সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অভিযোগ করেছিলেন যে, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার ব্যক্তিগত মধুমতী ব্যাংকে স্থানান্তর করেছেন। ২০২৩ সালে তাপস একটি প্রধান বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছিলেন। যা রাজনৈতিক মহলে আরও উত্তেজনা সৃষ্টি করেছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়