
ছবি : আপন দেশ
ঈদুল ফিতরের লম্বা ছুটি কাটিয়ে মাত্র কাজে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। সপ্তাহ পেরুতে না পেরুতে আবারও ছুটির সুযোগ সরকারি চাকুরেদের। আগামী সপ্তাতে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি পাবেন চাকরিজীবীরা। এ ছুটি বাড়িয়ে নিতে মাঝে একদিন ছুটি নিতে পারলেই মোট ছুটি মিলবে ৪ দিন।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগে রয়েছে শুক্র-শনিবার (১১-১২ এপ্রিল) ছুটি। মাঝে কেবল রোববার (১৩ এপ্রিল) ছুটি নিতে পারলেই চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা ৪ দিনের ছুটি।
চলতি সপ্তাহে শুক্র ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন। এর পরের দিন রোববার অফিস অফিস খোলা থাকবে। রোববার ছুটি নিতে পারলে মিলবে টানা ৪ দিনের ছুটি।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।