Apan Desh | আপন দেশ

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নার আগাম জামিন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০৯, ১০ এপ্রিল ২০২৫

সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্নার আগাম জামিন

সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন।

চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী তামান্না শারমিন হুমকি দিয়েছিলেন—তিনি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেবেন। অবশেষে সে তামান্না আগাম জামিন পেলেন হাইকোর্ট থেকে।

বুধবার (০৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন মঞ্জুর করেন।

এ ঘটনা সামনে আনেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হাইকোর্টের ওয়েবসাইটের লিংকও যুক্ত করেন। যা থেকে তথ্যের সত্যতাও মেলে।

পোস্টে বলা হয়, ওইদিন ৫৪৭টি মামলার জামিন শুনানি ছিল। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত আদালত সিরিয়াল অনুযায়ী ১৫০ নম্বর পর্যন্ত শুনানির কাজ শেষ করে। এরপর হঠাৎ করেই বিচারক ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলায় চলে যান। শুনানি চলে মাত্র ১ মিনিট। এরপরই তাকে জামিন দেয়া হয়।

সায়ের প্রশ্ন তোলেন, কোন ভিত্তিতে এমন ব্যতিক্রম করা হলো? আদালতের নিয়ম অনুযায়ী কেবল বিশেষ জরুরি ক্ষেত্রে সিরিয়াল ভেঙে শুনানি করা হয়। কিন্তু তামান্নার ক্ষেত্রে কোনো রোগ বা মৃত্যুজনিত কারণ ছিল না।

তামান্না শারমিনের আগাম জামিন পাওয়ার ঘটনায় ন্যায়বিচার ও আদালতের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনি আরও দাবি করেন, একইদিনে একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকেও জামিন দিয়েছেন।

হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ৫৪৭টি মামলা তালিকায় থাকলেও এদিন মাত্র ৬৩টি মামলার শুনানি হয়। এটি ছিল ২০ এপ্রিলের আগেই কোর্টের শেষ কার্যদিবস।

সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনের কর্মকাণ্ড ও আদালতের এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়