Apan Desh | আপন দেশ

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১৫, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৫, ১১ এপ্রিল ২০২৫

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ কম্পন টের পাওয়া যায়। কম্পনের মাত্রা ছিল স্বল্প। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেসময় অনেক ভবন কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। বিভিন্ন এলাকায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা ও মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।

আরও পড়ুন>>>ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ উত্তাল বায়তুল মোকাররম

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

একাধিক সামাজিকমাধ্যম ব্যবহারকারী ভূমিকম্পের বিষয়টি উল্লেখ করে পোস্ট দিয়েছেন। অনেকেই লিখেছেন, হঠাৎ চেয়ার-টেবিল কেঁপে উঠল, কেউবা বলেছেন, ফ্ল্যাট দুলে উঠলো কয়েক সেকেন্ডের জন্য।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়