Apan Desh | আপন দেশ

খোঁজ মিলেছে ওবায়দুল কাদেরের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫২, ১১ এপ্রিল ২০২৫

খোঁজ মিলেছে ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে কলকাতার একটি হাসপাতালে দেখা গেছে। এক বাংলাদেশি এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে তাকে অ্যাপোলো হাসপাতালের বাইরে দেখা যায়। এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন ডিজিটাল সংবাদমাধ্যম সকাল-সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ।

তিনি জানান, তার এক বন্ধু ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে বন্ধু অপেক্ষা করছিলেন এন্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জীর জন্য। অনেকক্ষণ অপেক্ষার পর একজন আকাশি রঙের পোশাক পরা ভদ্রলোক ডাক্তার কক্ষ থেকে বের হন। তাকে দেখেই বন্ধুটি বলে ওঠেন, এ তো ওবায়দুল কাদের না?

 এ কথার পরপরই তিনি নাকি দ্রুত মাস্ক পরে হনহন করে চলে যান। গাজী নাসির উদ্দীন লিখেছেন, বন্ধু বলেছে, স্যার একদম চকচকে দেখাচ্ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ছবি ও তথ্য এলেও ওবায়দুল কাদের ছিলেন অনুপস্থিত। কেউ কেউ বলেছিলেন, তিনি ভারতে পালিয়ে গেছেন।

একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, তিনি দীর্ঘ সময় দেশে ছিলেন। এরপর ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় যান। তবে এতদিন তার কোনও আনুষ্ঠানিক উপস্থিতি পাওয়া যায়নি। এবারই প্রথম তার অবস্থান নিয়ে চোখে দেখা সাক্ষ্য মিলল বলে দাবি করা হচ্ছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়