
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বাংলা নববর্ষের শোভাযাত্রা উদ্যাপনের জন্য বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ দু’টি পুড়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে অনুষদে এমনটি দেখা গেছে।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজটি করা হয়েছে বলে মনে করছেন তিনি।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দু‘টি মোটিফ পুড়ে গেছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ফ্যাসিবাদের প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।