Apan Desh | আপন দেশ

পুরোপুরি বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ের শঙ্কা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০৪, ১২ এপ্রিল ২০২৫

পুরোপুরি বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিংয়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হওয়ায় লোডশেডিং বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে গত ০৮ এপ্রিল প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে শুক্রবার (১১ এপ্রিল) রাত একটার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, নতুন করে বিদ্যুৎ সরবরাহ না হলে রোববার (১৩ এপ্রিল) থেকে বাংলাদেশে লোডশেডিং আরও বাড়তে পারে। এরইমধ্যে ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আরওপড়ুন<<>>‘নির্বাচন ডিসেম্বরে ধরেই সংস্কার দ্রুত করার তাগিদ’

পিজিসিবি ও পিডিবির কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়। এখন আর কোনো বিদ্যুৎ আসছে না। তবে শনিবার (১২ এপ্রিল) একটি ইউনিট চালুর কথা রয়েছে।

পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে আদানি। প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা চলছে। ঘাটতি মেটাতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাড়তি উৎপাদন করা হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়াতে অনুরোধ করা হয়েছে। জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদা মতো উৎপাদন করা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়