Apan Desh | আপন দেশ

শিল্পে গ্যাসের নতুন দামের ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৮, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:২৯, ১৩ এপ্রিল ২০২৫

শিল্পে গ্যাসের নতুন দামের ঘোষণা বিকেলে

ছবি : আপন দেশ

শিল্প খাতে গ্যাসের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য কাঠামো ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

বিইআরসির তথ্যমতে, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা হারে বিল পরিশোধ করছে। বিইআরসি জানিয়েছে, যারা ইতিমধ্যে গ্যাস সংযোগ পেয়েছে, তারা আগের নির্ধারিত এ দরেই গ্যাস পাবে। তবে নতুন সংযোগপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাসের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা।

প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করা। পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি গ্রহণ করে বিইআরসি।

পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলেছে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সে প্রস্তাব নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা তীব্র আপত্তি তোলেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দর করার বিরোধিতা করেন সবাই।

শুনানিতে অনেকেই শিল্পে দুই ধরনের দরের বিষয়ে আপত্তি করেন। তারা বলেছেন, বিদ্যমান শিল্প বিদ্যমান দরে, আর নতুন শিল্পের জন্য বাড়তি দাম নির্ধারণ করা হলে অসম প্রতিযোগিতা তৈরি হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়