Apan Desh | আপন দেশ

রাশিয়ান ৩ যুদ্ধজাহাজ চট্টগ্রামে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪৮, ১৩ এপ্রিল ২০২৫

রাশিয়ান ৩ যুদ্ধজাহাজ চট্টগ্রামে

ছবি: সংগৃহীত

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে শুভেচ্ছা সফরে এসে ভিড়েছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টার পর জাহাজগুলো চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে এবং পতেংগা কনটেইনার টার্মিনালে নোঙর করে।

রাশিয়ান যুদ্ধজাহাজগুলো স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ রাশিয়ান দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আরওপড়ুন<<>>বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে রাশিয়ান যুদ্ধজাহাজের অধিনায়ক ও নাবিকরা চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে ধারাবাহিকতা, সে সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়