Apan Desh | আপন দেশ

সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রের নবায়ন হোক: নাহিদ ইসলাম

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৩, ১৪ এপ্রিল ২০২৫

সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রের নবায়ন হোক: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে আগাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই।

তিনি বলেন, বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। যা সংস্কারের মধ্য দিয়েই গণপরিষদ এবং আইন সভার দিকে আগাতে চাই। আমরা মনে করে এ কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের নবায়ন সম্ভব।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় ইস্কাটন গার্ডেনের নেভি গলিতে ‘এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা। হালখাতার মাধ্যমে ধার-দেনা শোধ করা। আমরা চাই রাষ্ট্রেরও নবায়ন হোক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ নবায়নের সূচনা হয়েছে। জুলাই বিপ্লব আমাদের নতুন রাষ্ট্র। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে।

আরওপড়ুন<<>>বর্ষবরণ চাপানো হয়েছিল মঙ্গল শোভাযাত্রা নামে: সংস্কৃতি উপদেষ্টা

তিনি আরও বলেন, রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়। যদি একই রাষ্ট্র থেকে যায় তাহলে আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

এনসিপি আহবায়ক বলেন, আমরা দেখছি- জুলাই বিপ্লবকে, আকাঙ্ক্ষাকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো সমভাবে ধারণ করছে না। আমরা স্পষ্টভাবেই জুলাই বিপ্লবের সময়ও বলেছিলাম, আমাদের ঘোষণা ছিল ফ্যাসিবাদের বিলোপ। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা।

তিনি বলেন, এ গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য না, দলের পরিবর্তনের জন্য না। রাষ্ট্রের আমূল কাঠামো পরিবর্তন, মানুষের ন্যায় বিচার পাবার অধিকার ও একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়