Apan Desh | আপন দেশ

সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন, জানালেন নববর্ষের শুভেচ্ছা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৪ এপ্রিল ২০২৫

সেনাপ্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন, জানালেন নববর্ষের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরওপড়ুন<<>>‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেয়া একটি নাম: ফরহাদ মজহার

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় সেনাবাহিনী প্রধান দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা প্রদান করেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়