
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের আপন কফি হাউজে এক তরুণীকে মারধরের ঘটনায় ওই কফি হাউজের ম্যানেজার ও কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। তারা হলেন, কফি হাউজের ম্যানেজার আল আমিন ও কর্মী শুভ সূত্রধর।
পুলিশ জানায়, তরুণীকে মারধরের ঘটনাটি শুক্রবারের (১১ এপ্রিল)। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ হলে তা আসে পুলিশের। পরে ওই কফি হাউজের ম্যানেজার ও কর্মীকে পুলিশি হেফাজতে নেয়া হয়।
দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণী দাঁড়িয়ে ছিলেন। সেখানে ওই হোটেলের চারজন কর্মী ও দুজন নিরাপত্তাকর্মীকে দেখা যায়। কয়েকজন গ্রাহক কফি হাউজে প্রবেশ করলেও ওই তরুণীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না হোটেল স্টাফরা। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীর কাছে থেকে লাঠি নিয়ে হোটেলের এক স্টাফ তরুণীকে লাঠিপেটা করে। পরে রাস্তার পাশে তরুণীকে চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়। রাস্তার পাশে থাকা এক বাইকার তরুণ এগিয়ে এসে তরুণীকে নিয়ে কফি হাউসে প্রবেশ করেন।
আরওপড়ুন<<>>ফের ইউনূস সরকারকে খোঁচা দিল শাওন
এ বিষয়ে আপন কফি হাউজের মালিক জিয়া বলেন, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। সে অধিকাংশ সময় গ্রাহকের খাবার নিয়ে যায়। খাবার না দিলে অস্বাভাবিক আচরণ করেন। এজন্য ওইদিন তাকে মারধর করা হয়। পুলিশকে না জানিয়ে কেন তরুণীকে পেটালেন এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেন নি তিনি।
তবে জিয়া বলেন, প্রতিষ্ঠানে আমার থাকা হয় না, আমি অসুস্থ। আমি থাকলে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না।
এ বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন, আপন কফি হাউজের সামনে তরুণীকে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নজরে আসে। এর পর আমরা কফি হাউজের ম্যানেজার ও এক কর্মীকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তারা। তবে ভিডিও ফুটেজে তরুণীর অবস্থান ও পোশাকে ভারসাম্যহীন বলে মনে হয়নি। আমরা যাচাই বাছাই করছি।
তিনি আরও বলেন, আমরা ওই তরুণীকে খুঁজে পাই নাই। তাকে পেলে বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। ভুক্তভোগী তরুণীকে খোঁজা হচ্ছে। পুলিশ চেষ্টা চালাচ্ছে, খুব দ্রুতই তার সন্ধান মিলবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।