Apan Desh | আপন দেশ

পাকিস্তান পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন কাল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ১৫ এপ্রিল ২০২৫

পাকিস্তান পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন কাল

পাকিস্তান পররাষ্ট্রসচিব আমনা বালুচ

প্রায় দেড় দশক পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিবদের বৈঠক। আর ওই বৈঠকে অংশ নিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

এতে দুই দেশের সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে।

আরওপড়ুন<<>>‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না’

খসড়া সূচি অনুযায়ী, আমনা বালুচ বুধবার দুপুরের পর ঢাকা পৌঁছানোর কথা। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্র সচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়