
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১১ থেকে কোটি টাকার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসি। গ্রেফতার নারীর নাম সাথী আক্তার রিক্তা (২৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মিরপুর-১১ নম্বরের একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি দুই লাখ টাকা।
আরওপড়ুন<<>>প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ, গুরুত্ব পাবে নির্বাচন
এতে আরও বলা হয়, সাথী ও তার স্বামী মো. সানজিদ হোসেন (৩৮) মিলে মাদক বাণিজ্য করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সানজিদ তার স্ত্রীকে নিয়ে প্রায়ই টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় নিয়ে আসতো। পরে তারা আশপাশের এলাকায় পাইকারি দামে তা সরবরাহ করতো।
ডিএনসির দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মানজুরুল ইসলাম বলেন, সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথীকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যায় স্বামী সানজিদ হোসেন। তাকেও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছ।
অভিযুক্তরা ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে ঢাকায় প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ সড়কের একটি বাসায় অভিযান পরিচালনা করা যায়। অভিযানে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথী আক্তারকে গ্রেফতার করা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।