
ছবি: আপন দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে ‘সুনির্দিষ্ট’ রূপরেখা না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেয়নি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাটঅফ সময়।
বুধবার (১৬ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব জানান মির্জা ফখরুল।
আরওপড়ুন৩১ দফাই দেশের মুক্তির সনদ: তারেক রহমান
বিএনপি মহাসচিব বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বর মধ্যে যদি নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি খারাপ হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।
এর আগে দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী।।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।