
ছবি: আপন দেশ
নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই—বলেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যে যাই বলুক না কেন, নির্বাচন জুনের পরে যাবে না। এটা প্রধান উপদেষ্টার জাতির প্রতি অঙ্গীকার।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আসিফ নজরুল।
তিনি বলেন, বিএনপিকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি—জুনের বাইরে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। কেউ বিভ্রান্তিমূলক কথা বললে, সেটাকে গুরুত্ব দিতে মানা করেছি।
আলোচনায় বিএনপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখা হয়েছে বলে জানান তিনি। তারা বলেছে, ২-৩ দিনের মধ্যেই তারা ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে। অধিকাংশ প্রস্তাব তারা গ্রহণ করছে। তারা জুলাই চার্টারও তৈরি করে ফেলবে—এমন আশ্বাস দিয়েছেন। ড. নজরুল আরও বলেন, আমাদের কাছে মনে হয়েছে, বিএনপি এ সংস্কার প্রক্রিয়ায় আন্তরিক।
বিএনপি বলছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে ভালো হয়। এ নিয়ে আইন উপদেষ্টা বলেন, জুনে নয়, ডিসেম্বর থেকে জুন—এ সময়সীমার মধ্যে যেকোনো সময়। আমরা তাড়াহুড়া করবো না, আবার অকারণ দেরিও করবো না।
আইন উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন বা সংস্কার নয়, জনগণের মধ্যে বিচার পাওয়ার একটা আকাঙ্ক্ষাও আছে। হাজারো মানুষ শহীদ হয়েছেন। বহু মানুষ শারীরিকভাবে পঙ্গু। আমরা বিচার না করে চলে গেলে, নিজের কাছেই দায় থাকবে।
তাই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে—সংস্কার, নির্বাচন, বিচার—সব মিলিয়ে জুনের মধ্যে নির্বাচন হওয়াটা একটি যৌক্তিক সময়সীমা।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন ডিজিটাল সুরক্ষা আইন তৈরিতে ২৩ বার খসড়া সংশোধন করতে হয়েছে, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে হয়েছে। একইভাবে জুলাই চার্টার তৈরির পরও বাস্তবায়নে সময় লাগবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।