
ইশরাক হোসেন ও তারেক রহমান।
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি জানান তিনি। তিনি সে পোস্টে তিন শব্দে তারেক রহমানকে তুলে ধরেন, ‘লিডার, মটিভেটর, মেনটর’।
পোস্টে ইশরাক একটি ছবি দেন। যেখানে তিনি তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আছেন। একই ছবি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়।
তবে এ সাক্ষাতে কী আলোচনা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।