Apan Desh | আপন দেশ

সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২৪, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০২৫

সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা

ছবি: আপন দেশ

ছয় দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহবান জানান।

এর আগে দিনের শুরু থেকেই বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়