Apan Desh | আপন দেশ

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ১৮ এপ্রিল ২০২৫

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ১

ছবি: আপন দেশ

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ছিনতাইয়ের ঘটনার ভিডিও ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়।

আরওপড়ুন<<>>একাত্তরের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

মিরপুর থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করি।

শাকিলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) ভোরে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে অলঙ্কার ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার সিসিটিভি ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়