Apan Desh | আপন দেশ

‘বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৫, ১৮ এপ্রিল ২০২৫

‘বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়’

ছবি: আপন দেশ

বর্তমান সংবিধানের অধীনে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার বৈধ নয় মন্তব্য করেছেন, চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মাজহার। তবে, এ সরকারের প্রতি বরাবরই তার সমর্থন থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান ও সরকারের বিষয়ে এসব মন্তব্য করেন ফরহাদ মাজহার।

এ চিন্তাবিদ ও কলামিস্ট বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিপ্লব বলা উচিত নয়। কারণ বিপ্লব সংগঠিত হলে পুরাতন কোনো নিয়মনীতির ধারাবাহিকতা বজায় থাকে না। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক জাগরণের ওপরও জোর দেন তিনি।

আরওপড়ুন<<>>রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় সমস্যা আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ মাজহার বলেন, সংবিধান মানেই হচ্ছে ঔপনিবেশিক শাসক। আপনি লুটেরা মাফিয়া শ্রেণির পক্ষে, আপনি একটা শাসনতন্ত্র বানাবেন। একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন। সাধারণ মানুষকে শোষণ করবেন। আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে।

এ কলামিস্ট বলেন, সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এটা বাঙালি জাতিবাদের পাশাপাশি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধেও অবস্থান। ইসলামে জাতিবাদের স্থান নেই।

তিনি আরও বলেন, তৌহিদী জনতা বা চেতনার নামে আল্লাহর কোনো সৃষ্টিকে দূরে সরিয়ে রাখাও উচিত নয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলে তাতে কোনোভাবেই যেন দেশের কৃষি জমির ক্ষতিসাধন না হয়, সে বিষয়ে লক্ষ্য রেখে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহবান জানান ফরহাদ মজহার। 

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়