Apan Desh | আপন দেশ

বাঞ্ছারামপুরের নির্যাতনের শিকার শিশুর পাশে তারেক রহমান  

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৪২, ১৮ এপ্রিল ২০২৫

বাঞ্ছারামপুরের নির্যাতনের শিকার শিশুর পাশে তারেক রহমান  

ছবি: আপন দেশ

ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তাও দেয়া হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) তারেক রহমানের উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনী ও চিকিৎসা সহায়তা সেল’ থেকে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। একই সঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন। শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আরওপড়ুন<<>>সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে: ফারুক

এছাড়া অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম শিশুটির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ও স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, ডা. সাইফুল আলম বাদশা ও ডা. কাজী আবু তালহা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজ বাড়ির পাশে এক নরপশুর ধর্ষণের শিকার হয় সাড়ে ৫ বছরের এ শিশু।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়