
ফাইল ছবি
রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহিদুল ইসলাম পারভেজ (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের একজন শিক্ষার্থী ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
বনানী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।