
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও বেশকয়েকজনকে আসামি করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন।
তিনি জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হত্যার বিষয়টি আমরা তদন্ত করছি এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরওপড়ুন<<>>বনানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ১
নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহে।
উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের একজন শিক্ষার্থী ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেছিলেন, শনিবার বিকেল ৪টার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।