Apan Desh | আপন দেশ

ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২১ এপ্রিল ২০২৫

ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক

রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় এবার খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সোমবার (২১ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

খেলাফত মজলিসের হয়ে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি। 

সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো গঠনের উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। আর যেন কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। পাশাপাশি জনগণ যেন অনুধাবন করতে পারে নাগরিক হিসেবে তার সকল অধিকার সুরক্ষিত আছে। 

তিনি আরও বলেন, আর কেউ যেন গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। মানুষ তার জীবনাচরণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়