Apan Desh | আপন দেশ

‌‌‘আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:২৮, ২২ এপ্রিল ২০২৫

‌‌‘আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে’

কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্যে দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ব আজ নানা সংকটে বিপর্যস্ত। এ সংকটের সময়েই আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ রাখতে হবে—বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন’-এ দেয়া বক্তব্যে তিনি এ আহবান জানান।

প্রফেসর ইউনূস আরও বলেন, আমাদের এমন একটি পৃথিবী রেখে যেতে হবে, যা হবে সবুজ, টেকসই ও স্থিতিশীল। প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞানের সমন্বয়ে তৈরি হতে হবে এ ভবিষ্যৎ। যারা আজ তরুণ, তারাই ভবিষ্যতের উত্তরাধিকারী। তাদের পিছনে ফেলে রাখা ঠিক হবে না। আমি তাদের মাঝে অসাধারণ রূপান্তরের শক্তি দেখি।

তরুণদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণদের নাগরিক জাগরণই পারে একটি উন্নত পৃথিবী গড়তে।

এর আগে, কাতার পৌঁছালে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এ সফরে গেছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়