Apan Desh | আপন দেশ

মহানবীকে কটূক্তি, প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ২২ এপ্রিল ২০২৫

মহানবীকে কটূক্তি, প্রতিবাদে তেজগাঁওয়ে সড়ক অবরোধ

ছবি: আপন দেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ের তিব্বত ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আজ প্রতিবাদে নামেন।

এ বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

আরওপড়ুন<<>>‘আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে’

এদিকে অবরোধের কারণে তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির মুখে পড়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান জানান, কোম্পানি অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং বিচারের আশ্বাস দিয়েছে। তবে কর্মীরা এখন তার প্রকাশ্যে ক্ষমা ও শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে রয়েছে।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল তিব্বত ক্রসিং সংলগ্ন এলাকায় কর্মীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও-মহাখালী, বনানী-উত্তরাসহ আশেপাশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। আমতলী-মহাখালী রেলক্রসিং হয়ে জাহাঙ্গীর গেইট রুট এবং আমতলী-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়