Apan Desh | আপন দেশ

মে মাসেই বাংলাদেশে স্পেসএক্সের সেবা চালু হবে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৫৫, ২৩ এপ্রিল ২০২৫

মে মাসেই বাংলাদেশে স্পেসএক্সের সেবা চালু হবে

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।

বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আগামী মে মাসেই ‘টেকনিক্যাল লঞ্চ’ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা।

বুধবার (২৩ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে এ তথ্য জানান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।

তিনি বলেন, আমরা প্রায় শেষ ধাপে পৌঁছেছি। মে মাসেই টেকনিক্যাল লঞ্চ হবে। স্পেসএক্সের প্রযুক্তি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা বাংলাদেশের জন্য বড় সুখবর। মানুষ দিন গুনছে। লঞ্চ হলে তা উদযাপন হওয়া উচিত।

প্রাথমিকভাবে শুধু কারিগরি কার্যক্রম চালু হবে। পরবর্তীতে পূর্ণ সেবা চালু করা হবে বলে জানান উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ধাপে ধাপে কাজ হবে। সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট আসছে।

এতে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল ব্যবহারের সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে। পেপ্যাল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়