
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে দোহায় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন ।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ২০২৩ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ২০১৬ সালের জানুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বৈঠকে উভয় পক্ষই অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে, বাংলাদেশে কাতারি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ও যৌথ অর্থনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয় ।
এর আগে অধ্যাপক ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিনটি শূন্যের বিশ্ব গঠন’ শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি কার্বন নিঃসরণ, সম্পদের কেন্দ্রীকরণ ও বেকারত্ব শূন্যের কোটায় নামিয়ে আনার আহবান জানান ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।