
গ্রেফতার কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিক
রাজধানীর পল্লবীর একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
অভিযানের সময় একটি ভবনের চারতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হন আশিক। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতার আশিক পল্লবী এলাকায় একটি কিশোর গ্যাং গ্রুপের প্রধান। এ কিশোর গ্যাং সদস্যরা চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতার আশিকের বিরুদ্ধে ছিনতাই-মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
আরওপড়ুন<<>>পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর অঞ্চলে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং। মিরপুরের পাড়া-মহল্লায় এ অপরাধী চক্রের তাণ্ডবে স্থানীয় সাধারণ মানুষকে দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে।
এদিকে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর সময় চারতলা থেকে নিচে পড়ে আশিকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।