Apan Desh | আপন দেশ

সেনাবাহিনীর গাড়িতে আগুন, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৫

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২৫ এপ্রিল ২০২৫

সেনাবাহিনীর গাড়িতে আগুন, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেণ, শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ পারভিন শিমু (৪২ ), ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

আরওপড়ুন<<>>এটিজেএফবির ‘বিউটিফুল বাংলাদেশ রান’, মুখরিত হাতিরঝিল

তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবেদ আলী শেখকে এবং রাত ৯টায় বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেফতার করে ডিবি ওয়ারি বিভাগের পৃথক টিম। গ্রেফতার মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, একই দিন রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতার জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছেন। এছাড়া তিনি ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি।

ডিসি তালেবুর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত ১৮ এপ্রিল উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়