
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
নিউজ অ্যারেনা ইন্ডিয়ার একটি প্রতিবেদনে ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিউজ অ্যারেনা ইন্ডিয়া অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু-কাশ্মীরে হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তৈয়বার এক শীর্ষ সদস্যের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাক্ষাৎ হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর ও দায়িত্বহীন। বিবৃতিতে প্রতিবেদনটিকে কাল্পনিক ও বাস্তবতাবিবর্জিত বলে উল্লেখ করা হয়।
ভুল তথ্য সংশোধন করে বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে-ইসলাম নেতাদের ভুলভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা, যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে হেফাজতে ইসলামের হাজারো সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। নতুন সরকারের ন্যায়বিচার ও আইনি সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে আইন উপদেষ্টা ড. নজরুল তার দাফতরিক দায়িত্বে হেফাজতের একটি প্রতিনিধিদলের সঙ্গে তাদের ন্যায্য দাবি উপস্থাপনের জন্য বৈঠক করেন। এ বৈঠকটি নিউজ অ্যারেনা ইন্ডিয়ার উল্লিখিত তারিখের কমপক্ষে তিন দিন আগে অনুষ্ঠিত হয়। এতে শুধু আইনি বিষয়াবলি আলোচিত হয়। প্রতিনিধিদল আইন মন্ত্রণালয়ের কাছে কিছু মামলার তালিকা জমা দেয় ও উপদেষ্টার সঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে ছবি তোলার অনুরোধ করে। যা এ ধরনের বৈঠকের রীতি।
এছাড়া সোশ্যাল মিডিয়া কার্যক্রম সম্পর্কে ভুল উপস্থাপনা বিষয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা ফেসবুকে ভারতীয় নেতাদের পেহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে একটি উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। বাস্তবে ওই পোস্টটি একজন ভারতীয় নাগরিক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে লিখেছিলেন। উপদেষ্টা হামলার নিন্দা জানিয়ে একটি ক্যাপশনসহ এটি শেয়ার করেছিলেন। ভুল বোঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘আইন উপদেষ্টা পেহেলগ্রামের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও হামলার দ্রুত বিচার কামনা করেন। নিউজ অ্যারেনা ইন্ডিয়ার এ অসতর্ক ও অপ্রমাণিত প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালা ও সত্যনিষ্ঠতা থেকে বিপজ্জনক বিচ্যুতি। আমরা সব মিডিয়াকে দায়িত্বশীল প্রতিবেদন ও প্রকাশনার আগে সত্যতা যাচাইয়ের আহবান জানাই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।