
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সময় ও পরিস্থিতি বুঝে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন। তবে সেটা নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হওয়া বাধ্যতামূলক নয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এ নিয়োগ পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
নিজের সম্পদের হিসাব না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র থাকাকালে তার টিন বা আয়কর রিটার্ন ছিল না। সে কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে পারেননি। তবে আগামীতে আয়কর রিটার্ন জমা দিয়ে নিয়মমাফিক সম্পদের হিসাব দেবেন বলে জানান তিনি।
ব্যক্তিগত সহকারী (পিএস) সম্পর্কিত বিতর্ক প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তার পিএস নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে চাকরি ছেড়েছেন। কিছু ‘পাওয়ার হাউজ’ মিডিয়া নানা প্রভাব খাটিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।
ক্রীড়া উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক লেনদেন নিয়েও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি জানান, বিসিবির এফডিআর (মেয়াদী আমানত) আয়ের একটি উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা সরিয়ে নিরাপদ ব্যাংকে রাখা হয়েছে। নতুন ব্যাংকে সুদের হারও বেশি। তবে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি যেকোনো প্রতিষ্ঠানের উচিত হবে টাকার নিরাপত্তা নিশ্চিত করে ভালো ব্যাংকে রাখা।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মসংস্থান প্রকল্প সম্পর্কেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, আগামী দুই মাসে আরও কয়েক হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রাম পর্যায়ে দারিদ্র্য বিমোচনে এ কর্মসূচি বড় ভূমিকা রাখবে বলে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।