Apan Desh | আপন দেশ

চাকরিজীবীদের জন্য সুখবর, পাচ্ছেন ৬ দিন ছুটি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:২৫, ২৬ এপ্রিল ২০২৫

চাকরিজীবীদের জন্য সুখবর, পাচ্ছেন ৬ দিন ছুটি

ফাইল ছবি।

আসন্ন মে মাসে দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে প্রথম ধাপে বৃহস্পতিবার ( ১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে একদিনের ছুটি থাকছে। এর সঙ্গে শুক্র ও শনিবার (২-৩ মে) সাপ্তাহিক ছুটি থাকছে।

এছাড়াও চলতি মাসে আরও ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১১ মে একটি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ বছর দিনটি পড়েছে রোববার। আর এর আগে শুক্র ও শনিবার (৯-১০ মে) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকছে। এতে দ্বিতীয় ধাপেও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আরওপড়ুন<<>>পদত্যাগের সিদ্ধান্ত হয়নি, সুবিধামতো দলে যোগ দেবেন আসিফ মাহমুদ

এর আগে ঈদুল ফিতরে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন তারা।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেয়ার নিয়ম নেই। তবে কেউ ছুটি নিলে তা টানা ছুটি হয়ে যাবে। যদিও অর্জিত ছুটি নেয়ার সুযোগ রয়েছে। এছাড়া ঐচ্ছিক ছুটি নেয়ারও সুযোগ আছে।

এ ক্ষেত্রে যেসব অফিস তাদের নিজস্ব সময়সূচি ও ছুটির আইনকানুন দিয়ে চলে (যেমন- বাংলাদেশ ব্যাংক) অথবা সরকার যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, এমন সব প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন মেনে জনস্বার্থ বিবেচনায় এ ছুটি ঘোষণা করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়