Apan Desh | আপন দেশ

বিসিএস চাকরি প্রার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১১, ২৭ এপ্রিল ২০২৫

বিসিএস চাকরি প্রার্থীদের শাহবাগ অবরোধ

ছবি: আপন দেশ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিসিএস চাকরি প্রার্থীরা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থাকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন বিসিএস চাকরি প্রার্থীরা। এ সময় তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন।

চাকরি প্রার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে। পিএসসি আমাদের দাবিগুলো মেনে নেবে বলে আশা করেন তারা।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। সংস্কারের দাবিতে সরকারকে দেয়া তাদের আলটিমেটামের শেষ দিন ছিল আজ।

আরওপড়ুন<<>>সিদ্ধেশ্বরীতে নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী

আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়ার দাবি জানান।

তাদের অন্যান্য দাবির মধ্যে আরো রয়েছে খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা।

পিএসসির সংস্কার চেয়ে চতুর্থ দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের সঙ্গে কথা বলার পরই আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়