
ফাইল ছবি
রাজধানী ঢাকায় বাসা-বাড়িতে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। বেশিরভাগ এলাকায় দিনের বেলা গ্যাস থাকেনা। ফলে বিপাকে পড়েছেন গৃহিণীরা। গভির রাতে গ্যাস আসলে তখন উঠে রান্না করতে হয়। তারপর সারাদিন আর গ্যাসের খবর থাকে না। এদিকে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মিরপুরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস জানায়, রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্সবাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানানো হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/জেডআই।
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।