
মনিরুল হক ডাবলু। ফাইল ছবি
শেষ মুহূর্তে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলুর পুলিশ পদক বাতিল করা হয়েছে। পুলিশের পদক বাছাই কমিটির সুপারিশ ও পুলিশ সদর দফতরের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাকে ৩৮ নং ক্রমিকে পুলিশ পদক দেয়া হয়েছিল। এ নিয়ে আপন দেশসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পুলিশ সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ দেখাদেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৮ এপ্রিল) সেটি বাতিল করেছে।
মনিরুল হক ডাবলুর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আজাদকে মনোনীত করেছে। রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্যক্তিগত সুবিধা নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াখালিন ছাত্রলীগ ও ছাত্রদলের একনিষ্ঠ কর্মীর সনদ নিয়ে পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাবলু আলোচনায় আসেন। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এ অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের ব্যাজ পরিয়ে দিবেন প্রধান উপদেষ্টা ড্ মুহাম্মদ ইউনূস।
জানা যায়, পরিদর্শক মনিরুল হক ডাবলু কয়েক ঘণ্টার জন্য আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জের দায়িত্ব পালন করেন। তীব্র সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়। কিছুদিন পরেই ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান আবারও তাকে কেরানীগঞ্জ মডেল থানায় ওসি হিসাবে পদায়ন করেন। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা। শোনা যাচ্ছে এ নিয়োগ নিয়ে নানা গুঞ্জন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।