
ফাইল ছবি।
‘পুলিশ সপ্তাহ’ শুরু হচ্ছে আজ (২৯ এপ্রিল)। চারদিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ০২ মে পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে পদক (বিপিএম-পিপিএম) প্রদান করবেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্যমতে, পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। তারা আরও জানান, পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে বাহিনীর মধ্যে নানামুখী প্রস্তুতি শুরু হয়েছে। এ সময়ে বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নিজ নিজ চ্যালেঞ্জ ও কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে।
একইসঙ্গে, জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা কার্যক্রম জোরদারসহ নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ বিভাগ।
পুলিশ সপ্তাহের অংশ হিসেবে বুধবার (৩০ এপ্রিল) সকালে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশন— সকাল সোয়া ৯টায় এসবি, ১০টায় সিআইডি এবং র্যাবের প্রেজেন্টেশন। একইদিনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কার্যক্রম উপস্থাপনা অনুষ্ঠিত হবে।
আরওপড়ুন<<>>শেষ মুহূর্তে বাতিল হলো সেই ডাবলুর পদক
যে ছয় দাবি পেশ করবে পুলিশ
১. স্বাধীন পুলিশ কমিশন গঠন করে জনসাধারণের জন্য কমপ্লেইন সেল ও পুলিশের জন্য অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন।
২. এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা।
৩. স্বতন্ত্র সাইবার ইউনিট গঠন।
৪. পুলিশের বিভাগীয় হাসপাতালে জনবল বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহসহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
৫. একই পদে দীর্ঘদিন চাকরি করার পর অবসরকালে সুপারনিউমারারি পদোন্নতি দেয়া (কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত)।
৬. মরদেহ দাফন/ সৎকারের সুবিধার্থে পুলিশের অনুকূলে আর্থিক বরাদ্দ দেয়া।
জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা কী হবে তা নিয়ে এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশকে স্পষ্ট ও কঠোর বার্তা দেয়া হবে এবারের পুলিশ সপ্তাহে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।